কত দিনের কত প্রতিক্ষার শেষ প্রহরে পেলাম দেখা লিটল ম্যাগাজিন মেলার । তাই শেষ প্রহরে লিখলাম কবিতা তোমায় ঘিরে । নতুন বইয়ের ঘ্রাণে ……. পাতায় পাতায় স্মৃতির মোড়কে ছন্দের মহিমায়, তোমার আমার প্রেমকথাগুলো লেখা থাক কবিতায় ………. তুমি বলেছিলে মেলা প্রাঙ্গনে হাতে তুলে নেবে বই থাকবে আমার সাথে কবিতায় আর প্রেমে । তুমি এলে, বই বিকোলো, থাকলে আমার সাথে প্রেমে আর কবিতায় । ভেঙে গেল মেলা, মাঠের ধুলোয় – ধুলোয় বাতাসে – বাতাসে, রয়ে গেল তোমার আমার প্রেম স্মৃতিকথা আর কবিতা । কবিতার বইয়ে আশ্রয় পেল তোমার – আমার প্রেম প্রতিশ্রুতি ।।