বেহাগ সুরে… (গান)
প্রদীপ সরকার
—————–
ভালবাসার বেহাগ সুরে বোল উঠেছে ভবের কুন্জবনে।
বুঝি এ মন উথলা তাই, সাধিতে তান তোমার প্রেমে।
হায়রে এ কি তোমার যাদু।
ভরাও মনে প্রেমের মধু।
হৃদয় সদা সুরে সুরে গাহিতে রয় তোমার নাম।
এ কেমন প্রেমে তুমি ভরালে গো, আমার হৃদিযাম।
প্রেম দান করে তখন আমার প্রাণে।
তুমিকইলে কহিতে সবে বিশ্বরণে।
স্বার্থ বিষের ছোবল যেন না লাগে মন তোমার গানে।
তার ভুল না ধরে ভালবাসো,
তারে জড়িয়ে ধরে একটু হাসো।
নিজের আপন কয় গো যেমন।
বোঝাও তারে তুমিও তেমন।
এমন করেই স্বার্থ বিষের কবল থেকে মুক্ত করো সবারে।
যদি সত্যিই তুমি ভালোবাসো আমারে।।
—oooXXooo—