পাতা ঝরানোর পর্ব হয়েছে শেষ!
জীর্ণ পাতার ঠাঁই তরু মূলে বেশ!!
-প্রেমাঙ্কুর মালাকার
পলাশ গাছের, পাতা ঝরানোর,
পর্ব হয়েছে শেষ-
জীর্ণ পাতারা, ঝরে তরু মূলে,
শয্যা পেতেছে বেশ।
বৃন্তের মায়া! ওরা কাটিয়েছে,
এসেছে বিদায় বেলা-
আনা আর যানা!এই সংসারে!
চিরকাল এক খেলা।
নতুনকে ঠাঁই, দিয়ে ফিরে যাও,
এতো সকলেই জানে-
“ঝরা পাতাদের, দলে আমি আছি!”
কবিগুরু লেখে গানে।
আমিতো শুনেছি,শুকনো পাতার,
বিদায়-বেদন-বেনু!
ধরণী ধূলায় মিশে হবে ওরা,
অচিরেই রেনু রেনু।
নতুন পাতার, আগমন শুরু,
পলাশের শাখে শাখে-
শুকনো ডালের রিক্ত শাখায়,
সবুজ-চিত্র আঁকে!
ঝরা পাতা দের, মর্মর ধ্বনি!
শুনেছো কি বনে বনে?
বাতাসের দোলে মুখরিত বন!
ঝরা পাতা ক্রন্দনে!!
—oooXXooo—