নববর্ষের শুভেচ্ছা
সলিল চক্রবর্ত্তী
এসো হে নুতন বছর-
নুতন বার্তা নিয়ে,
পুরাতন যা আত্মগ্লানি –
সব মুছে দিয়ে।
হিংসা,অহংকার, লোভ,জেদ-
না থাকে যেন মনে কোনো খেদ,
দুই বাহু তুলে আলিঙ্গনে ফিরি-
নুতন বছরে অবগাহন করি।
তরুন রবির স্নিগ্ধ পরশে-
সিঞ্চিত হব মুগ্ধ হরষে,
অনাবিল ভাবে আগুয়ান হব-
আগামি দিনকে পাথেও করে।
মোরা গাহি জয়গান তাহাদের তরে,
আছে পশ্চাতে যারা হেলায় পড়ে-
করিতে পারি যদি কিছু তাহাদের,
সে সুযোগ দিও হে প্রভু।
বর্ষ বরণের এই শুভক্ষণে,
মিনতি রইল এইটুকু মোর-
সকলের তরে সকলে মোরা,
রহিতে পারি যেন জীবন ভোর।
—oooXXooo—