ছিন্ন হৃদয়ের ফুল
সুমান কুণ্ডু
হৃদয়ের ফুল ছিন্ন আজ বন্ধু করেছে বাতাসকে সুগন্ধ তার।
কে বলতে পারে কে তার ধংস্বকারী?
আমরা একই লয়ে অতিবাহিত করেছি সন্ধ্যা।
সঙ্গী নেই এই জীবনযুদ্ধের
আমি এখনও খুঁজে চলেছি, যদি তুমি চাও।
এই শহরের প্রতিটি পথ ঘুমন্ত
আমার শুধু জাগার পালা এবার।
ভেসে যাই সেই আকাশে
যেখানে তুমি ছিলে হৃদয়ের এপিটাফে।
সন্ধ্যার কিছু অযাচিত দৃশ্যে
সব চিন্তা দোদুল্যমান।
মনের ঝরোকা থেকে আসা নীল আলো
মেজাজ হারাবে উন্মুখ অশ্বারোহীর মত।
কি করে সম্মান জানাই আমাদের মিলনকে
যখন আমাদের পৃথিবী পৃথক হওয়ার কবলে।
সবার উর্দ্ধে তবুও আমার হৃদয় চায়
এই সন্ধ্যাকে আমরা নিজের করে নি।
আমরা কাটাবো রাত ভালোবাসার
প্রেমের নিগূঢ় বন্ধনে ভোর হওয়ার শর্তে।।
—oooXXooo—