খবর আছে
বাবু বিশ্বাস
জমছে মেলা চলছে খেলা দিনে রাতে
এর পরেতেই যুদ্ধ হবে খাবার পাতে
সাবধানেতে গুটি ফেলো হিসেব কষে
নইলে জেনো তোমারও ঠিক খবর আছে।
যেই খবরে নেইকো তোমার চিহ্ন মাত্রা
সেই খানেতে বৃথাই তোমার জীবন যাত্রা
গোপন ঘরেও সামলে থেকো খবর আছে
সামনে শ্মশান পেছনে তার কবর আছে।
খবর আছে ; মাঝখানে দিন-রাত্রি আছে
জলে কুমির ডাঙায় হিংস্র বাঘ আছে
সাবধানেতে গুটি ফেলো হিসেব কষে
এর পরেতে তোমারও ঠিক খবর আছে__
ভাবছো বুঝি; চুপটি থেকে সবটি পাবে__
রাজার গোলাম সেজে থেকে রাজ চালাবে
ঠ্যাংরা কাঠি; এক সুনামী সব ভাসাবে__
সামলে থেকো সবার জন্যে খবর আছে।
—oooXXooo—