আবার এলো বৈশাখ
– নবু ‘র কলমে
আবার এলো বৈশাখ, নতুন দিনের গান,
পুরানো সব দুঃখ ভুলে, নতুন স্বপ্ন আন।
হলুদ শাড়ি, লাল টিপ, কপালে আলপনা,
নতুন সাজে সেজেছে আজ, বাংলার আঙিনা।
ঢাক-ঢোলের শব্দে মুখরিত চারিদিক,
নাচে-গানে মাতে সবাই, নেই কোনো দিক-বিদিক।
হালখাতা খুলে বণিক, নতুন হিসাবের শুরু,
মিষ্টিমুখ আর শুভেচ্ছা, নতুন সবে শুরু।
পান্তা-ইলিশের গন্ধে মনটা ভরে যায়,
বৈশাখী মেলায় ভিড়, আনন্দ সীমায়।
নাগরদোলায় চড়ে সবাই, আকাশে ওড়ায় ঘুড়ি,
নতুন বছর আসুক সুখে, এই কামনা করি।
এসো হে বৈশাখ, এসো, নতুন আশা নিয়ে,
পুরানো সব গ্লানি মুছে, যাও তুমি হারিয়ে।
নতুন স্বপ্নে বাঁচি সবাই, নতুন আলো জ্বেলে,
বাংলা মায়ের জয়গান গাই, হৃদয় খুলে মেলে।
—oooXXooo—