অবাক হই না
দীননাথ চক্রবর্তী
পায়ে পায়ে কত দিন বুড়িয়ে যায়
হয়তো পরিচয় এর কাছাকাছি
এখন আর খারাপ লাগে না
রঙ দিলো কী দিলো না
অবাক ও হই না
ভাবি না কি হলে কী হয়
কী হলে কি হতে পারে
কী গল্প বা যুক্তি
নিক্তি সময় করে
হৃদয়হীন শুস্ক কর্তব্যে
কিংবা মেদহীন প্রয়োজনে
এখন আর অবাক হই না।
খারাপও লাগে না
হাজার মিথ্যাতেও
আগের মত যন্ত্রণায় রাত কাটে না
দিব্যি ঘুমোতে পারি
নেশা কাটাবার ক্ষমতা আমার নেই তাই মিথ্যা চেষ্টা করি না
তাছাড়া জানে কিনা জানিনা
মুক্ত করে যে বেঁধেছি
তার ভালো থাকাটাই তো
আমার চাওয়া বরাবর।
নেশায় নেশায় প্রতিশ্রুত ঢেউয়ের নিত্য ভাঙা গড়ায় তার তাকে
চিনিয়ে দিয়েছে আজ
তাই জেনে দেখে চোখে ঠুলি কিংবা
শুনেও কানে তুলো দিলে
কিচ্ছু যায় আসেনা
আমার সব সময়গুলো কাউকে
একে একে দিলো বলে নিশ্চয় ভালো থাকে নেশায় হয়তো
হাজার বলেও কোন লাভ নেই
তাই এখন আর অবাক হই না।
ইচ্ছে করেনা আর তর্ক
ঝগড়া খুনসুটি কিংবা মান অভিমান
নেশাগ্রস্ত যে সে তো যাবেই
আর যেতে যে চায় তাকে
যেতে দেওয়াই ভালো
জড়িয়ে বাঁচা কষ্টের
প্রকৃতিকে পোষ্য করলেই স্বস্তি
সেগুলোই এখন ভাবের কলমের
কালি হয়ে কবিতা
তাই এখন আর অবাক হই না।
—oooXXooo—