অনৈক্যের গতি বাড়ছে
রতন চক্রবর্তী
“”””””””””””””””””””””
ঐক্য চাই , ঐক্য চাই বলে
চিৎকার করে মরছি আমরা
ঐক্যের জন্য করছি কত বাক্য ব্যয়
তবুও হচ্ছে না ঐক্য মানবের মাঝে
অনৈক্যের গতি বাড়ছে |
কেমন করে আসবে ঐক্য ?
বিবেকের নির্দেশ করে অমান্য
প্রকৃতির শিক্ষা না করে গ্রহণ
শত শত মত ও পথে চলছি বলে
অংকের উত্তর শূন্য হচ্ছে |
যে যার মতের ও পথের গুন গাইতে
আমরা হয়েছি ব্যস্ত
বলছি ওটা নয় এটা , এটা নয় সেটা ঠিক
আমার মত ও পথই শ্রেষ্ঠ
এই দুনিয়ার মানুষের কাছে |
ঐক্যের বদলে তাইতো এখন
বিশ্বের বুকে বিভেদের স্রোত বইছে |
—oooXXooo—