প্রতিক্ষীত মন
অরবিন্দ নাহা
জন্মদিনটা
কেন যে বারবার ফিরে আসে ?
না চাইলেও
সকাল থেকে ফোন এলো কয়েকটা
আমারই জন্য।
রোজকার মতো কাল রাতেও
একই নিয়মে শোয়া ,
ব্যাতিক্রম
আজ সকালে মায়ের গলায়
স্পর্শময় উষ্ণ সান্নিধ্যের ছোঁয়া।
এছাড়া প্রতিবছর
এ দিনটা ফ্লাসব্যাকে একই,–
ঘুম ভাঙ্গা চোখে
মায়ের হাতে পায়েসের বাটি,
আমি নিশ্চিত -আজ বিকেলে
ঘরটা হবে রঙিন বাহার
নানা হাতে নানা উপহার।
তবু দলা পাকানো কষ্টটা
আটকে থাকে
বুকের মাঝে
ঘুমড়ে ওঠে মন আমার
কি এক ব্যাকুল প্রত্যাশায়
সব কিছু বাদ দিয়ে
শুধু একটি
লাল গোলাপ এর প্রতীক্ষায় ।
*******