নেই কোথাও রণ সজ্জা
মৃনাল কান্তি বাগচী
মোটেই নামী দামী নই আমি
অতি সাধারণ মানুষ
সময় ফুরিয়ে গেলে
ধরা থেকে হয়ে যাবো ফানুস।
তবুও যতদিন আছি
আমি এই ধরায়
মানুষকে মানুষ ভাববো
অমানুষকে মানুষ নয়।
মানুষ রূপী পশুতে
ভরে গিয়েছে এই বিশ্ব
মানবতা, মনুষত্বের বড়ই
অভাব
নিজেকে মনে হয় নিঃস্ব।
হেথায় হোথায় মানুষ রূপী শকুনেরা
শিকার ধরবে বলে
বসে থাকে ঘাপটি মেরে
সুযোগ পেলেই নরমাংস
খাবলে খায়
হিংস্র পশুর মত শিকার ধরে।
তা দেখে সাধারন মানুষ
একটু আধটু করে প্রতিবাদ
দুদিন পরে সবাই ভুলে যায়
এটাই এখন সমাজের বড়
অভিশাপ।
নর পিশাচেরা আগের মত
ধরে তাদের স্ব-মূর্তি
চালিয়ে যায় তাদের অপকর্ম
মেটায় তাদের বিকৃত ফূর্তি।
তেমন কোন বাধা পায়না
করতে তাদের এই সব
অপকর্ম
আইন,শাসন ও বিচার বিভাগ
যথাযথ পালন করেনা
তেমন ভাবে তাদের ধর্ম।
দেশে দেশে ভরে গিয়েছে
এতো মনুষ রূপী পশুর দল
গনতন্ত্রের ফাঁদে পড়ে
সব প্রচেষ্টা হয় বিফল।
গনতন্ত্রের এই ফাঁদ থেকে
নেই আমাদের মুক্তি
মানুষ রূপী পশুদের রক্ষার
নেপথ্যে রয়েছে
গনতন্ত্রের কালো হাতের
শক্তি।
আমি অতি নগন্য মানুষ
কিবা আছে আমার ক্ষমতা
আজে বাজে লিখে আমি
দিলাম আমার ছোট্ট বারতা।
যতই তোমরা আমায়
তুচ্ছ তাচ্ছিল্য করো
নেই আমার কোন লাজ
লজ্জা
সমাজের অপকর্ম রোধের
দেখিনা তেমন কোন রণ সজ্জা।।।
——-#########——