জীবন একটাই
-পিনাকী বিশ্বাস
চৈতি রোদে চলতে চলতে
ক্লান্ত লাগছে?
একটু ওয়ারেস খেয়ে নাও।
আমার চুম্বনে তুমি মৃতসঞ্জীবনীর শক্তি খুঁজে পাবে।
আঁধার তো একান্তে বসে থাকার নামান্তর।
হ্যাঁ, কখনও কখনও
তার প্রয়োজন আছে বৈকি।
তবে সে একান্তে, নিজেকে গোপন করে।
সেখানে কাউকে সঙ্গে নিওনা, আমাকেও নয়।
আগুন আর ঘি একাত্ম হতে পারে
কিন্তু নিস্তব্ধতা,
একেবারে আঁধারভাঙা নিস্তব্ধতা এনে দিতে পারে কি?
তুমি আমি এক চিত্তে হাসিখুশি
ফুল ফুটানোর গান গাই
এইতো বড় !
আঁধার কে চায়?
ক্লান্ত পথিক
বনস্পতির ছায়ায় শ্রান্তি
ঘোচাতে দুদণ্ড বসে।
কিন্তু অবসাদে যেন কখনও মুষড়ে পড়ো না।
সে তোমার জীবনের পরাজয় জীবন থেকে নির্বাসন।।
—oooXXooo—