গোলাপি পলাশ সব পলাশের রাণী!
বর্ণে ছড়ায় স্বর্গ-সুষমা বাণী!!
প্রেমাঙ্কুর মালাকার
জয়পুর হলো গোলাপি শহর,
একক অদ্বিতীয়!
গোলাপি পলাশ ‘ধানাড়া’র বনে,
দারুণ দর্শনীয়।
‘ধানাড়া’ কোথায়? এই বাংলায়,
সেটা পুরুলিয়া জেলা-
বসন্তকালে ফোটে ডালে ডালে,
গোলাপি পলাশ মেলা!
রক্ত পলাশ, কমলা পলাশ,
দেখা যায় আকছার;
কিন্তু হলুদ, শ্বেত পলাশের,
দর্শন মেলা ভার।
হলুদ এবং শ্বেত পলাশের,
গাছের সংখ্যা কম-
বৃক্ষ বাড়াতে বনবিভাগের,
শুরু নয়া উদ্যম!
গোলাপি পলাশ, অতি দুর্লভ!
বিরল ব্যতিক্রম!
থোকায় থোকায় গোলাপি আবির!
অপরূপ মনোরম!
পলাশ জগতে গোলাপি পলাশ,
সব পলাশের রাণী!
গন্ধ না থাক! বর্ণে ছড়ায়!
স্বর্গ-সুষমা বাণী!!
—oooXXooo—