খেল, কিন্তু আগুন নিয়ে নয়
রণজিৎ মন্ডল
খেল, কিন্তু আগুন নিয়ে নয়,
যে কোন খেলায়,
লুকিয়ে থাকে প্রাণ শংষয়,
কষ্ট, নষ্ট, রুষ্ট, পিষ্ট করে যার আনন্দ হয়,
সে জানে না, ছায়া হয়ে
পিছু নিয়েছে তার মৃত্যু ভয়।
আনন্দ আছে যার মধ্যে
কষ্ট ও মৃত্যু তার মধ্যেই জন্ম নেয়।
দেওয়া, নেওয়া, ত্যাগ, ভোগ,
প্রেম, ভালোবাসায়,
আনন্দের জোয়ার বয়,
তাইবলে দিয়ে রাজা ভিখারি
হরিশচন্দ্র হওয়া নয়।
তাইবলে নিয়ে অসুর
হওয়া নয়।
তাইবলে প্রেমে পড়ে
চন্ডীদাস হওয়া নয়।
তাইবলে ভালোবেসে
নিজের মানুষটিকে
পর করে দেওয়া নয়।
তাইবলে কাম ও ক্রোধের
আগুনে পুড়ে নয়।
বেশী ঘষলে আগুন
জ্বলে যায়,
বেশী হাসলে কান্না
অবধারিত হয়।
নারী যখন অতৃপ্ত লালসার
শিকার হয়,
দুচোখে আগুন বিচ্ছুরিত হয়,
সেই আগুনে ধ্বংশ হয়
যে আগুন নিয়ে
খেলায় মত্ত হয়।
করনার আগুন জ্বলছে
বিশ্বে যখন,
আতঙ্কিত মানুষ, সবার মধ্যে
মৃত্যুভয়,
তাই খেলা নয়, আগুন জ্বালালে
নিজেকেও জ্বলতে হয়।
—oooXXooo—