কখন যে নেই হয়ে যায়
দীননাথ চক্রবর্তী
কে যে কখন নেই হয়ে যায়
পাশাপাশি জড়িয়ে লেপটে থেকেও
এই যেমন টেংরার পরিবার
কোটার কোচিং সেন্টার বা
হোয়াটসঅ্যাপে ফেসবুকে।
কেন যে সব নেই হয়ে যায়!
মনোবিদরা বলে :
একটু খেয়াল করলে বোঝা যায়
নিজেকে শেষ করবার আগে
দিয়ে যায় বার্তা,
যেমন পাশের বাড়ির ভজা
পাছে বাজে পয়সা খরচ হয়
লতাকে দড়ি করে টাঙিয়ে
ভিজে লুঙ্গি গামছা শুকায়
একটুও টের পায়নি সেই ভজাই যখন
নাইলন দড়ি কিনে বাড়ি ফিরছে
পেলো তবু টের অবশেষে
নাইলন দড়িতে সে আর নেই।
এই নেই কি নতুন বাঁচার নাকি
নতুন কোন অনাগত বার্তা।
কখন যে কে নেই হয়ে যায়
পাশাপাশি জড়িয়ে লেপটে থেকেও।