“অভিমানে নয় ভালোবেসে”
অসিত ঘোষ
অসময়ে এসেছি দেবেনা ফিরিয়ে
তোমার ঘরে তো নিত্য যাওয়া আসা
গোলাপের সৌরভে তুমি ভুলে থাকো
তাইতো সময়ে আসতে পারিনি।
কামিনী শিউলি দোপাটি জোট বদ্ধ
তোমার ঘরে খোলা আকাশের নিচে
সূর্য তারা চাঁদের জোছনায় ঝরে
চোখের কোনে শিশির বিন্দু
কেউ কোনদিন দেখে নাই জমে আছে।
দেখেছি তোমায় আড়াল থেকে
গোলাপের সাথে কেমন করে কাটাও
লজ্জা ঘৃনা ত্যাগ করে এসেছি আবার
ভালোবাসি বলেই নাই কিছু অভিমান।
সময়ে আমরা একসাথে ফুটে থাকি
তোমার চোখ চলে যায় দূরে অনেক দূরে
শাল পলাশের বন দিয়ে দিগন্ত রেখায়
যেখানে কোনদিন কেউ পায়নি
একটু সুখের সন্ধানে, সুখী হওয়ার উপায়।
ভালোবাসি বলেই নাই কিছু অভিমান।
—oooXXooo—