সনাতন
স্বপ্না নাথ
আমি সনাতন, আমি বৈদিক,
আদি, অনন্ত, মহাজাগতিক।
মন্দ্রিত যে নিনাদে সতত দিনমণি,
ইষ্ট মন্ত্রে সেই ওঁমকার ধ্বনি।
আমি গণিত, আমি বেদান্ত দর্শন,
আমি প্রযুক্তি, আমি রসায়ন।
আমি জ্যোতিষ, মনোবিজ্ঞান,
কৃষি, কারিগরি, আমি গ্রহ জ্ঞান।
আমি ভেষজ, অর্থের নীতি,
বেদ মন্ত্রে আমি কর্ম যোগে স্থিতি।
আমি ঋষি, জ্ঞানকান্ড,
ধ্যান ও যোগে উপলব্ধ ব্রহ্মাণ্ড।
আমি পদার্থ, আমি সমর,
আমি শল্য, আমি চিকিৎসা,
মরনের পরে অবিনশ্বর!
আমি উপনিষদ, আমি ন্যায়,
সমর্পণ, সংকল্প, লয়।
আমি সাম, চিন্ময় আত্মা,
কর্মনাশের শেষে মিলি পরমাত্মা!
আমি সুপ্ত কুন্ডলিনী, জীবনের শক্তি,
“অহম ব্রহ্মাস্মি , ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি”।
—oooXXooo—