পারছিনা
পিনাকী বিশ্বাস
কাঁচের ঘরে নলবেষ্টিত
শুয়ে আছে এক মুমূর্ষু রোগী
অধীর অপেক্ষায় চির নিদ্রার–
সবার কর্মব্যস্ততা, ফিরে তাকাবার ফুরসৎ নেই এতটুকু।
এই মানুষটি আমার একান্ত আপন,
একান্ত গোপন প্রাণপ্রিয় ।
ওঁর সাথে আমার সহযাত্রী হবার
কি কোনও সুযোগ নেই?
আমি কেমন করে সঙ্গী বিহীন
অন্ধকারে দিশাহীন সময় কাটাবো!
হায়! কী ভবিতব্য!
কঠিন এ বিশ্ব মাঝে অবলীলায়
চলছে মিলন বিরহ পাশাপাশি।
“কান্না হাসির দোল দোলানো
পৌষ ফাগুনের পালা”।
অপার বুক ভাঙা ব্যথা!
আমি কেবলই নিঃসঙ্গ শূন্যতায়
চেয়ে থাকি এ বেলা!
কাল কি হবে কিছুতেই ভাবতে পারছিনা।
শুধু এইটুকু ঘিরে রেখেছে আমার চারিদিকে –
সেই ছবিগুলো যা আমাকে বুকের
ভেতর থেকে মোচড় দিয়ে ফুঁপিয়ে তোলে!
—oooXXooo—