ঝরে পড়ুক
অসিত ঘোষ
মেঘ কোথায় ? বৃষ্টি আসবে জোরে।
সারাদিন পড়ছে টাপুর টুপুর
দিনগুলি যায় খেয়ে।
তোমার কথা ভাববো নাকি
মেঘা করেছে মানা
কালিদাসের মেঘদূত পাঠিয়ে দিলাম
পড়বে ফাঁকা ঘরে।
কবিগুরু আর হতে পেলাম কই
সবই আছে হাতের কাছে
ছন্দভরা হৃদয় তোমার
থাকো আমায় জড়িয়ে।
—oooXXooo—