যেমন করে সংগ্রাম গড়ে ওঠে মাতৃজঠর থেকে বেরিয়ে এসে প্রথম আর্তনাদ পিতার কারক থেকে খানখান হওয়া শূণ্যতা, যেমন মাটির ক্ষয়ের চিহ্ন উপেক্ষা করে মিছিল গড়ে ওঠে স্পর্ধার প্লাবনের।
আকাশ বাতাস ফসলের নরম শরীর ভেদ করা রক্তের গর্বিত লাল যেন শাসন ভেঙে দেয় – অনুশাসনের খোলস ছিন্নভিন্ন করা ভুণের নিঃশ্বাস আবদ্ধ।
যেমন ঢাকার কৃষ্ণচূড়ায় মোড়া রাজপথ বারুদ স্তব্ধ করে স্লোগান তোলে প্রেম জানাবার মাতৃ ভাষাখানি।
সেইদিন এসেছে আবার পিতার কারক মুছে স্মৃতির ভেলায় ঢের ঢের জন্মের দূরে হয়তো নির্লিপ্ত পুরোপুরি, নির্মাণ করি ভালোবাসার বর্ণমালা।
এমন মাস্তুল ভাঙ্গা অন্ধকারে যেই মনে পড়ে যায় তোমাদের, স্বপ্ন থেকে জেগে দেখি ফাগুন এসেছে, এসেছে ২১শে ফেব্রুয়ারি।