অনুভব
দীননাথ চক্রবর্তী
তোমার নয়ন তারায় দেখে আমি
চিনেছি নিজের অন্তরায় ,
রাতের আঁধার হৃদয় মনে
জাড্য স্থবির সারাক্ষণে
ভালোবাসা পায়ে পায়
চিনেছি নিজের অন্তরায়।
দেখে দেখে পেয়েছি সুধা
অমৃত মন অন্তরে ,
হৃদয় প্রাণে ভালোবাসা
সকল আলোর উৎস আশা
তোমার উষ্ণ ভালোবাসায়
চিনেছি নিজের অন্তরায়।
আবার ঊষা কূজন কুসুম সৃজন
মধুভাণ্ড মধুক্ষরণ ,
ভ্রমর এসে গান গেয়ে যায়
পরাগ সৃজন দখিনা বায়
আনন্দতে ভেসে যাই
চিনেছি নিজের অন্তরায়।
—oooXXooo—