অননের ছাঁচে
মৌসুমী ঘোষাল চৌধূরী
অননের ছাঁচে মেহমান এসেছ?
জাহাজ ঘরে?
মোহনা ছেড়ে বকশিশে ঝর্না পালকির জলছবিও ফেরত দিয়েছ।
চিরুনির মত আকাশে শান দি।
চৌকাঠে ছলাৎ ছলাৎ মাটির অজস্র দোয়াতে
মাউথ অরগ্যান বেজে ওঠে।
ছাতিম বনে প্রান্তরে
বিদ্ধ করি কবি,তোমার তোলপার হৃদয়
আমি তোমার মুদ্ধর্ণ কারুবাসনা
তোমার অতীতের সমস্ত ভূলের আমিও ছিলাম যোজনগন্ধা।
এখন দেখো,দময়স্কভির কিছু সমাধি পরে আছে
আমিও তাদের মত দাঁড় টানি টুকরো এক্কা গাড়িতে
তোমার মুনসিয়ানায় গুনিতক শেখাব কিন্তু নিশ্চিত শব্দ ডুলিতে।
—oooXXooo—