২১শের ভাষা
সুমান কুণ্ডু
২১ শোধে ঋণের দিন
২১ বাজায় স্বাধীন বীন
২১ থাকুক হৃদয় মাঝে
২১ সাজুক পলাশ সাজে।
২১ জানাই তোমায় সেলাম
২১ অটুট চির সংগ্রাম
২১ নাচুক ফিঙের দোলে
২১ আসুক মায়ের কোলে।
২১ থাকুক বুকের মাঝে
২১ রাঙুক নতুন লাজে
২১ বাঁচুক চিরন্তন
২১ প্রাণের নিমন্ত্রণ।
২১ মুখর বাংলা ভাষা
২১ মধুর, দারুন খাসা
২১ লড়াই- মূর্ত প্রতীক
২১ জেনো অগ্রপথিক।
২১ যখন রক্তে রাঙা
২১ তখন শিকল ভাঙা
২১ নামুক বিস্ফোরণে
২১ সুকান্ত, প্রতি রণে।
—oooXXooo—