মানুষ
মৃদাঙ্গি (পূর্ণা মজুমদার)
সাংবাদিক, কোলকাতা টাইম নিউজ
অন্ধকার!
ঘুটঘুটে অন্ধকার!
ভয়ের পাড়ায় একলা চলা।
চারপাশের চেনা লোকের ভিড়ে কত অচেনা মানুসিকতা।
এক পুঁথি অকেজো সংস্কারের বোঝা ছাপিয়ে গেলো যুক্তির গরিমা।
ভীষণ যুদ্ধ লাগে যুক্তি আর কলকব্জায় মরচে পড়া সংস্কারের মাঝে।
দাঁড়িপাল্লা ওঠে – নামে অসমতা দিনেই বাড়ে।
যুদ্ধ শেষে এবার ফলাফলের পালা, সত্যের জয় স্বমূলে নির্মূল করে এক অন্ধ সংস্কারের ভন্ড পুঁথি।
সমাজের যেই যেই কলকব্জায় পড়েছে মড়চে, ওই ভয়ের পাড়া পেরিয়ে এগিয়ে আসবে এক একটা করে মান আর হুঁশ সমন্বিত প্রাণীশ্রেষ্ট মানুষ।
জাগবে চেতনা এক হতে অন্যের।
অ – মানুষের ভিড় ঠেলে এগিয়ে আসবে দৃঢ় মেরুদন্ডী ।।
—oooXXooo—