আজ আমার মাতৃভাষার দিন রক্তে রাঙানো একুশের ভোর, ভাষার মঞ্চে জ্বলছে অগ্নি-স্মর। বুক চিরে উঠে প্রতিবাদের সুর, শহীদের স্মৃতি অমলিন, পুর। অক্ষরে অক্ষরে বীরদের নাম, বাংলার বুকে জাগে অবিরাম। শব্দ ধ্বনিতে ঝংকার তোলে, স্বাধীন ভাষার দীপ শিখা জ্বলে। গান হয়ে বাজে, ব্যথা হয়ে রয়, ভাষার জন্যে জীবনের জয়। বাংলা আমার, হৃদয়ের ঠাঁই, শপথ আজও—সে মরে না ভাই!