ভালবাসি ভালবাসি
-পিনাকী বিশ্বাস
অধ্যাপক
আমার মাতৃভাষা মায়ের সমান
সেই মা শেখায় আমায় ভালবাসতে,
শেখায় আমায় সকল মাকে শ্রদ্ধা জানাতে।
আমার মা আজ সুখে আছে বলে
দুঃখের দিন ভুলে যায়নি।
মা আমায় বলে ঐ যে দুখিনি মা
যে অবহেলায় পড়ে আছে
ওকেও তুমি শ্রদ্ধা করবে,ভালবাসবে, হাতটা ধরে সমবেদনা জানাবে।
ঐ যে দেখ
নেকড়ের দল ওর কন্ঠ রোধ করার জন্য ওর টুটি চেপে ধরেছে!
তুমি ওর পাশে দাঁড়াও।
আমি তৃপ্ত হব।
বল ভালবাসি ভালবাসি।
—oooXXooo—