বেদের ভ্যাকসিন
রতন চক্রবর্তী
“””””””””””””””””””
অচিন খ্যাপা :– ঐ দেখো——-
মৃত মানুষের মিছিল
নব স্বদেশের রাজপথ ধরে হেটে যাচ্ছে |
যুবক:– কি বলছেন ?
ওরাতো সব জীবন্ত !
অচিন খ্যাপা:– হ্যা ,
শুধু মাত্র প্রাণটাই আছে |
বিবেক,চেতনা,মন,ভালোবাসা,নিঃস্বার্থ ভাবনা
এগুলো সব কবেই উবে গেছে ||
তাই ওদের
বলা যায় কি জীবন্ত ?
বহুমুখী অপরাধের জোয়ার দেখেও
ওরা চুপ করে আছে |
নাই কোন তাপ উত্তাপ
প্রতিবাদ,প্রতিরোধ, প্রতিকার ভুলে গেছে ||
এর পরেও কি বলবে
ওরা সবাই জীবন্ত ?
যুবক:–সত্যিতো তাই,
এমন করেতো কোনদিন ভাবিনি !
আপনার কথায় খুলে গেলো আজ
আমার বিবেকের দরজাখানি |
অচিন খ্যাপা:– বেশ, তবে—-
ঐ মৃত মানুষ গুলোকে বাঁচাতে যদি চাও
বেদের (জ্ঞান) ভেকসিন দাও |
—oooXXooo—