আমার ভাষা বাংলা ভাষা
রঞ্জিত চক্রবর্ত্তী
মায়ের ভাষা, আমার বাংলা ভাষা,
বিশ্বের মাঝে তুমি এক অনন্য আশা।
একুশে ফেব্রুয়ারি, সে রক্তঝরা দিন,
শহীদদের আত্মত্যাগ, ভুলবনা ঋণ।
তুমি বাংলা ভাষা, প্রাণের স্পন্দন,
কুঁড়ে ঘরেও তুমি বাঁধনহারা বন্ধন।
তোমার সুরেলা ধ্বনিতে মুগ্ধ এ মন,
গল্প, কবিতা, গান, নাটক, কথন।
বাংলা ভাষা, সংস্কৃতির পীঠস্থান,
তুমিই যে গর্ব, প্রজ্বলিত মহান।
তোমাকে ভালোবাসি, হৃদয় ভরে,
তাই তুমি চির সুন্দর, অমর আদুরে।
—oooXXooo—