গুপ্ত অমৃত
রণজিৎ মন্ডল
কেন অকারণে ছুটি পূণ্যের
সন্ধানে,
মৃত্যুকে সঙ্গী করে অচ্যুত মম-
অমৃত অবগাহনে,
জাতিপ্রেম ভুলিয়া কুম্ভে মুক্তির সন্ধানে,
না পাইয়া পরশ তব অমৃত শুধা,
মানুষের চরণ সমুদ্রে ডুবিয়াছি
অমৃত পানে,
কোন ভরসায়, কোন লালসায়
কার ছত্রছায়ায়, কোন নিরাপত্তায়
ডাকিয়া মরণ, কুম্ভকে করিতে বরণ,
অমৃতে পরিপূর্ণ স্ফীতি মাঝে
দারুণ আঘাতে বিদীর্ণ বিকীর্ণ
করি চূর্ণ বিরাট বিধানে!
লোভ ক্ষুধানলে জ্বলিছে যারা,
তাদের স্বার্থ পূরণে,
বাহিয়া নিজ স্বার্থ তরী গুপ্ত
অমৃত পানে!
—oooXXooo—