ইতিহাস ধ্বংসকারীরা কখনো শুভ নয়
মৃনাল কান্তি বাগচী
ইতিহাস যারা
অস্বীকার করতে চায়
তারা কখনো ভালো হতে
পারেনা
ইতিহাস সেই কথাই কয়।
এই পৃথীবীতে এসেছে
অনেক অশুভ শক্তি
সময়ের সাথে সাথে
তারা নিশ্চিহ্ন হয়েছে
এটা নয় মিথ্যে উক্তি।
অশুভ শক্তি আসে
ছদ্মবেশে হিত সাধনকারী
সেজে
যখন তাদের মুখোশ খুলে
যায়
আসল চেহারা বেরিয়ে আসে
বোঝা যায় তারা
কতটা ভয়ঙ্কর ও সর্বনেশে।
সর্বনাশ যখন ঘটতে থাকে
মানুষ তখন তা ততোটা
বুঝতে পারেনা
যখন বুঝতে পারে
তখন আর করার কিছু
থাকেনা।
অশুভ শক্তি অন্ধকারকে
আলোর পথ বলে
সাধারন মানুষদের করে
পথভ্রষ্ট ও বিভ্রান্ত
মুখোশের আড়ালে তারা
দেশ ও জাতিকে করে অশান্ত।
ইতিহাসকে ধ্বংস করে
সেই ধ্বংস লীলা চালিয়ে
তারা
মেতে ওঠে উল্লাসে
তাদের এই দুষ্কর্ম
কখনো মঙ্গল দায়ক নয়
তারা চিরকালই অশুভ
ইতিহাস তাই বলে,দেশে দেশে।।।
—++++++++++++—