কারো বা দিন ফুরালো, কারো বা ফুটলো আলো, কেউ বা মাঝ আকাশে জ্বলছে ভালো। ভাবনা শেষ হল যার, মুক্তি হল যে তাঁর, শুরু হল কার যে আবার, জীবনের ভাবনা ভেবে পাগোল হল। এ মনের সিংহ দুয়ার কারো বা খুলবে না আর, কারো বা নতুন করে তৈরী হল, কেউ বা দুয়ার খুলে প্রীয়জনের মন ভুলালো। শরীরে নেইকো জোয়ার, ভাটার টানে বইছে না আর মরা নদীর শুকিয়ে কখন, জল ফুরালো। ফুলের মত মনটা ছিল মাতিয়ে সবার শুকিয়ে গেল, পড়বে ঝরে পথের ধূলায় শরীরে মনটা তোমার যেই হারালো। এখন আর নেইকো সময়, দুনয়নের অশ্রু ধারায়, স্মৃতিগুলো ভেসে বেড়ায়, মনের মানুষ মনটা নিয়ে কোথায় বল হারিয়ে গেল। কারো বা পথ ফুরালো, কারো পথ শুরু হল, কেউ বা কাটায় ভরা বাকা পথের নিঃসঙ্গ যাত্রী হল। মিলে মিশে সব হবে পার, সুখ দূঃখ সব অহংকার, রয়ে যাবে কর্ম তোমার, পুড়ে চিতায় সবই যে আজ সাঙ্গ হল।