যদি নির্যাতিতা
স্বপ্না নাথ
ছোট্ট একটা জানলা আছে আমার, শুধুই আমার,
এটা যদি ভাবতে পারি,
মনের সুখে গভীর ঘুমের দেশে,
নীল আকাশে স্বপ্ন নিয়ে ভাসতে পারি।
মলয় বায়ু যায় উড়িয়ে যখন,
শুকনো পাতার ছড়াছড়ি,
লাল সবুজের ওই গালিচায় তোমার পরশ ভাবতে পারি!
শত শরীর ব্যবচ্ছেদে ভাবতে নারি,
ভালোবাসার কাড়াকাড়ি!
ভালোবাসা, হাস্যকর এই শব্দটাকে ছাড়তে পারি,
যখন জানি, নরের চাই কায়াময় একটি নারী!
হরেক নারীর অবয়বে,
তফাৎ কিছু আছে তবে, ভাবতে পারি!
কোন আশাতে বলতে পারি,
এটা শুধু আমার বাড়ি!
বিশ্বাসেতে নির্ভরতা অলীক স্বপন,
তবু কেন ছাড়তে নারি?
মরীচিকার হাতছানিতে শুধুই দহন,
তবু কেন চলতে পারি!
দুই নয়নে, মৃত্যু তুমি বারে বারে,
ঠকাও কেন মিথ্যে আসার বলাৎকারে?
প্রেম যদি নাইবা থাকে কোন খানে,
দিলেই বা একটি চিতা স্বসম্মানে!
—oooXXooo—