চরণ
দীননাথ চক্রবর্তী
যখন সব হারিয়ে শূন্য আমি
হৃদয় প্রাণ নয়নে ,
পবনে পবনে উজান তুফান
ভেঙে ভেঙে সব খানখান
জীবন তরী বিজনে
সব হারিয়ে শূন্য চরণে।
দিলে সে খোঁজ আমার মাঝেও
আছে সে শূন্য চরণ ,
তারেই আমি ভর করে মন
পাইযে জীবন আস্বাদন
নতুন প্রাণের স্পন্দনে
সব হারিয়ে শূন্য চরণে।
হারিয়ে আমি নতুন করে
পেলাম আমি আপনে ,
ভাঙা গড়া জারণে জারণে
নব নব মনে বাতায়নে
পূর্ণ পুণ্য ভুবনে ভুবনে
সব হারিয়ে শূন্য চরণে।
—oooXXooo—