মিথ্যে যতই শক্তিশালী হোক তার থাকে একটা অন্তর্নিহিত দুর্বলতা সে জানে এক সময় তার খুলে যাবে মুখোশটা। মুখোশ পরে চিরকাল সবাইকে ঠকানো যায়না মিথ্যের সব সময় ভয় থাকে তার মুখোশটা দেখায় তাকে তার নিজস্ব আয়না। পথ জানে তার শেষ কোথায় পথিক তা নাইবা জানলো মিথ্যের মুখোশটা,মিথ্যে না খুললেও সময়ের সাথে সাথে অন্য কেহ খুলে দেবেই ইতিহাস চুপিসারে আমায় এসে তা বললো। মিথ্যের মুখোশ খুলে গেলে সত্য এক সময় হয় প্রকাশ মিথ্যের সব দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে মিথ্যের হয় চরম সর্বনাশ। চিরকাল মিথ্যের হয়না কখনো জয় সত্য শাশ্বত, সাময়িক তার পরাজয় হলেও মিথ্যের দম্ভ একদিন বিলীন হয়ে যায়। এই জগতে রয়েছে মিথ্যের পরাজয়ের ভুরি ভুরি কাহিনী ইতিহাস কখনো কাউকে ক্ষমা করেনা ইতিহাস যে সত্যের জননী।।।