অবসর…
প্রদীপ সরকার
———-
রোজই সকাল চলে রুটিন মাফিক জীবনে মোর নিত্য।
মন্দ ভালো মিলে আঁকা গতের দিন চিত্র।
সূর্য যখন ছড়ান তাঁহার, প্রথম কিরণটা ওই পূব আকাশে,
আঁধার কালো ভুবন তাঁহার, আলোর আভায় মৃদু উদ্ভাসে,
সেই সে তখন হয় গো শুরু আমার নিত্য দিনের ব্যস্ত সময়।।
ভোরের ঠাণ্ডা বাতাসটা মুই,
একটুখানি গায়ে মেখে নিই,
একটা চায়ের পেয়ালা তখন প্রাণভরে পান কর্তেই হয়।
তারপরে তো থলি হাতে বাজার ছোটা।
রোজই কিনতে যে হয় মৎস্য গোটা।
আলু-পেঁয়াজ-আদা-রসুন,
সে হোক না যতই বাজার আগুন,
সস্তায় কোনও সবজি পেলে,
তাও থলেতে গুঁজে ঠেলে,
দুলকি চালে তালে তালে বাড়ি ফিরে,
আবার একটা চায়ের গেলাস সাবাড় করে,
চটজলদি গামছা কাঁধে নিত্য ছুটি স্নানের ঘরে।
অবসরের দিনগুলি মোর কাটছে ভালই হেসেখেলে।
এখন শুধু অপেক্ষা মোর জ্বলবো কবে চিতার জ্বালে।।
—oooXXooo—