প্রাপ্তি
স্বপ্না নাথ
একদিন প্রভাতে,
এক ঝুড়ি ফুল পাঠালে তুমি,
কি তার বর্ণময় সুষমা!
কি তার সুগন্ধের পরিব্যপ্তি,
ঘর আলো হয়ে গেল আমার!
দীর্ঘ সময় বাতাস বাহিত হয়ে,
রয়ে গেল ঘরের কোণে কোণে।
হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে চারিত হল,
ক্ষণকালের বর্ণ, গন্ধের প্রতিভাস।
সযত্নে সুপাত্রে রক্ষিত হল জলসিঞ্চনে,
দীর্ঘায়ত যদি হয় তাদের প্রাণময়তা!
দুদিন পরে, আর এক প্রভাতে,
নিষ্প্রভ, বিবর্ণ ঝরে পড়া পাপড়ি গুলো,
তুলে নিলাম দু হাতের অঞ্জলিতে,
পরিত্যাগের সময় হয়েছে–
কিন্তু কাকে ত্যাগ করব?
সুবাস কে?, বর্ণময় তাকে?
সময়ের প্রাণ হরাকে?
মৃত্যু বুঝি এমনি করে বারে বারে,
সামনে এসে দাঁড়ায়!
অমোঘ নিয়তি, আমাদের জাগায় প্রতিপলে,
যা পেয়েছ জীবনে, সেই তো পরম পাওয়া,
না পাওয়ার আক্ষেপ কখনো,
ত্বরান্বিত করবে না তোমার নির্বাণ পথকে!
—oooXXooo—