পুরাতনের বিদায়ে নতুনের আবাহন
মৃনাল কান্তি বাগচী
বছর সমাপন হলে
জীর্ণ পাতার মত যায় ঝরে
কিছু ভালো কাজ ,কিছু মন্দ কাজ
রেখে যায় হৃদয়ে স্মৃতি করে।
এ এক অদৃশ্য হাতের খেলা
সময় তার নিজের গতিতে
এগিয়ে চলে
রেখে যায় তার স্মৃতির ভেলা।
কিছু সুখের স্মৃতি
কিছু দুঃখের স্মৃতি
প্রতি বছর রচিত হয় এই
কাব্য গীতি
কোন ভুল হওয়ার উপায় নেই
আহ্নিক গতি ও বার্ষিক গতির
এটাই চিরন্তন রীতি নীতি।
ঋতু চক্রের আবর্তনে
এগিয়ে চলে সময়
একটি বছর চলে গিয়ে
নতুন বছরের শুভ সূচনা হয়।
বাড়ে পৃথিবীর বয়স
কত হিসাব নিকাশ হয়
কত কিছু মানুষ আশা করে
তার কিছু পূরণ হয়
আর কিছু অপূরণ থেকে যায়।
আবার কত আশা নিয়ে মানুষ
নতুন বছরকে করে আবাহন
তারও কিছু মনোষ্কামনা পূরন
হয়
আর কিছু হয়না
আবার কারো হয় মরন।
কোন মরন হয় স্বাভাবিক
আবার করো হয় অস্বাভাবিক।
স্বাভাবিক মৃত্যু হলে
হয়না ততোটা কষ্ট
অস্বাভিক হলে
মানুষের হৃদয়ে হয় ক্ষত সৃষ্ট।
সেই ক্ষতের যদি না হয় উপশম
জীবনকে মনে হয় বৃথা ও ভ্রম।
কত অন্যায়, কত অবিচার চলে
সারা বছর ধরে
কিছু বিচার পায়
আর কিছু বিচারের নামে
প্রহসন চলে
যা দেখে হৃদয়কে ব্যথিত করে।
এই খেলা চলছে নিরন্তর
তার ব্যতিক্রম হয়না
তবুও নতুন বছর আসুক
সৌভাগ্যের ডালি নিয়ে
আমাদের কাছে
পুরাতনকে স্মৃতির ঘরে পাঠিয়ে দিয়ে
নতুন বছরের আবাহনের
দামামা সর্বত্র বাজছে।
সফল হোক সকলের জীবনে
নতুন বছর
ভালো থাকুক, সুখে থাকুক
সকলে জীবন ভর
না থাকুুক আঁধারের ঘোর।।।
———########——–