পরিস্থিতি (অমৃতাক্ষর ছন্দ)
✍️ প্রদীপ সরকার
=============
আগের মতো আর দিন নাই আজকে।
বিদ্রোহী হয়না যে কলমেতে লেখকে।
সচ বাত কহিলে যে ঢোকাবে ফাটকে।
কে যাবে কবে কোন ফাটা বাঁশে আটকে।
সবারই তো ভয় আছে নিজের মনে।
বেঘোরে মরতে আর কে বা চায় প্রাণে।
দেশটা চুলোয় যায় দেখে চুপ রয়।
কার রোষে, কবে কার, মাথা খসে যায়।
ভাল নাই দেশের হালতটা আজকে।
মন্দে পয়সা লোটে, দেখি লোক চমকে।
সোচ্চার হলে যে যেচে বাঁশ নিতে হয়।
যাক না দেশ চলে যত পারে গোল্লায়।
নিজে সামলে চলো এই তো নীতি আজ।
নিচু হোক শির, চলবে না আওয়াজ।
এভাবে কি আর জীবনটা বাঁচা যায়!
মন্দ যে প্রশাসন, করবে গো কি হায়।
—oooXXooo—