জন্ম আছে মৃত্যু আছে আছে দুঃখ আছে সুখ এদের মাঝে নিয়তি আছে চক্রাকারে ঘুরতে থাকে। নিজেরাই সৃষ্টি করেছি আমাদের সকলের অদেখা জানিনা কোথায়, কখন কি হয়। আমাদের জীবন তবু আকাঙ্ক্ষা আরো চাই আরো চাই চারিদিকে করে যাই ভিক্ষা জলবন্দি হাহাকার লেগে থাকে মাথা রাখিবার বাড়ি নাই খাদ্য নাই অর্থ নাই । নাই শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা আত্ম কুসংস্কারে জড়িয়ে গেছে আমাদের দেশের কর্ম অবস্থা। এসো বন্ধু এসো, এসো বন্ধু হাত ধরি একসাথে বলি আমরা মানুষ আমরা জনতা।