নতুন বছর
রণজিৎ মন্ডল
উত্তর বাঁয়ের মর্মর ধ্বনি,
পুরানো পাতা ঝরার পালা এখনি,
সমুখে বসন্তের আনন্দ আগমনী।
সবুজ পাতার সমারোহে পাখির
কলতান শুনি,
লাল পলাশ আর শিমুল ফুলের
ফাঁকে ফাঁকে চলুক ভ্রমরের
গুঞ্জন ধ্বনি।
কোকিল আসিবে কুহু কুহু রবে,
লাল, লাল পলাশ শিমুলের বসন্ত
আহ্বান শুনি।
সবুজ লালের হোলি খেলায়
হবে সমাপ্ত বিভেদের বানী!
নতুন দিনেও বাঁচব মোরা পুরানো
রবির প্রেমের গান শুনি।
—oooXXooo—