গাওঁর কোণে সই!
ড. মদনচন্দ্র করণ
গাঁওর কোণে লাজুক বনানী!
লাখ লাখ যুগ পিপাসিত
কিশোরী!
কাহার বাঁশি শুনি উতলা
সে গোপিনী!
বাঁশি শুনে তান রচে মোহিনী।
ভাইবোনেরে দিল সব দিয়া,
আপন বিয়া নাহিল পূর্ণীয়া।
ষাঠি বৎসর পরে এলো সখা,
নবীন বন্ধু শ্যামরূপ আঁখা।
বাঁশি বাজিল, নহবত উঠিল,
কন্যার মন বৃন্দাবন হইল।
তবু কেন হায়! নাহি মিলন,
রাধার আঁখি জলে সিক্ত ভুবন।
কৃষ্ণ যে চলিল, দূর গোকুলে,
রাধা রহিল বিরহতলে।
স্বামীর স্নেহ কভু নাহি পাইল,
তবু হৃদয়ে প্রেমকণা ছড়াইল।
শ্যাম বিনে তাহার কিছু নাহি চায়,
প্রেম এক ধারা, অন্ত নাহি পায়।
বাঁশি শুনি আজি রাধা স্মরে,
কৃষ্ণ কভু আসিবে প্রেম-ঘরে।
ব্রজের ধূলি হোক শ্বাশত সাথী,
প্রেম ভাসে যুগলরূপে যথার্থি।
—oooXXooo—