কাজ করে যান!
ফল কিনে খান!!
প্রেমাঙ্কুর মালাকার
নিবিষ্ট মনে,কাজ করে যান,
নিরলস অবিরল!
আসুন!আসুন! আমার দোকানে!
পেতে অভিষ্ট ফল!!
দারুণ সস্তা! বস্তা বস্তা!
ফল আছে রকমারি ;
বিশ্ব বাজারে, নানাবিধ ফল,
শুধু রপ্তানিকারী!
শীতের বাজারে, চলছে এখন,
জবর ক্রেতার ঢল!
অবিলম্বেই! বিলম্বে এলে,
আসা হবে নিষ্ফল!!
—oooXXooo—