সুগন্ধি ফুল-তোড়া!
বাসরের শীল-নোড়া?
প্রেমাঙ্কুর মালাকার
এক বিবাহিত, ও.এল.এক্সে.,
দিয়েছে বিজ্ঞাপন-
একটি “বিয়ের পাঞ্জাবি”আছে,
বিক্রির প্রয়োজন!
বিয়ের রাত্রে, ভুল করে সেটা,
একদা পরেছিলাম!
এখন বেচবো, শুধু পেয়ে গেলে,
বিজ্ঞাপনের দাম।
দাদাগো কিহলো?বিয়ের রাতের,
সুগন্ধি ফুল-তোড়া!
“অংশুমানের, গানে হয়ে গেলো!
বাসরের শীল-নোড়া?”
বিবাহের আগে,রঙিন স্বপ্ন!
রামধনু দেখা যেতো!
কার অভিশাপে?আজ ধাপে ধাপে,
সব লাগে তেতো তেতো?
—oooXXooo—