বুঝে নাও
রতন চক্রবর্তী🇮🇳 (সাফাই)
✳✳✳✳✳✳✳✳✳✳✳
অর্থবান, জ্ঞানবান
গরিব, মূর্খ
সাধু, শয়তান
চালাক, বোকা
বিবেকহীন,বিবেকবান
সকলেই আজ খাচ্ছে
☀সূর্যদেবের অগ্নিবাণ |
কোথায় গেলো হিন্দু, কোথায় গেলো মুসলিম,
কোথায় গেলো খিস্টান 🏰🕌⛪
কোথায় গেলো লাল, নীল, হলুদ, সবুজ
গেরুয়া ধারি ক্ষমতাবান !
পারছে না কেউ বাঁচাতে নিজেকে
বাঁচাতে অপরের প্রাণ |
বুঝে নাও,তাঁর কাছে নাই কোন
উঁচু-নিচু,জাত-বেজাত,রঙের ব্যবধান
তাঁর কাছ হতে সুখ-দুঃখ যা যায় পাওয়া
সকলের জন্য সমান সমান |
—oooXXooo—