রজনীগন্ধা
দীননাথ চক্রবর্তী
আমার নিভে যাওয়া সকল প্রদীপ রাতে
তুমিই কুসুম রজনীগন্ধা ,
ঝড়ে ঝড়ে গন্ধ বিলায়ে
ভরিয়ে শূন্য হৃদয়ে হৃদয়ে
পুলক বিভা ক্রান্তা
তুমিই রাতের রজনীগন্ধা ।
বাহির আমার আঁধার হলো
অন্দরে অন্তরে আলো ,
সেযে মনের ঘরে দীপাবলী
আঁধার রাতে কোলাকুলি
ভাঙা গড়া ছন্দা
তুমিই রাতের রজনীগন্ধা ।
সেইতো কুসুম সেইতো কুঞ্জ
সেইতো যমুনা লহরী ,
আঁধার যত স্রোত ধারায়
বিজলী ধারায় প্রাণ ফিরে পায়
কালোয় আলোয় সন্ধ্যা
তুমিই রাতের রজনীগন্ধা ।
—oooXXooo—