মুগ্ধ প্রিয়
অসিত ঘোষ
সবুজে ভরা হলুদ আলোয়
ভরেছে মাঠের কোল,
ধীরে ধীরে বইছে মলয়
ঘুরছে শীতের রোল।
যামিনী তুমি শিশির ভেজা
সারা দেহে জড়িয়ে,
সরিষা ফুল মাঠের রাজা
দিয়েছে দুহাত বাড়িয়ে।
আলো পড়েছে গাছের পাতায়
মুক্তগুলি যায় শুকিয়ে
ফুলগুলি সব গাছের ডগায়
প্রকৃতি দিয়েছে ভরিয়ে।
আমি বললাম কাছে গিয়ে
তোমাকে অধিক ভালবেসে,
মুগ্ধ নয়নে রয়েছি চেয়ে
জড়িয়ে ধরেছি হেঁসে।
—oooXXooo—