মধ্যযুগীয় বর্বরতার কবলে বাংলাদেশ
মৃনাল কান্তি বাগচী
মধ্যযুগীয় বর্বরতার শাসন
ফিরে এলো বাংলাদেশে
নারী স্বাধীনতা তথায় গেলো
একেবারে জহান্নামে অবশেষে।
যে ভাবে হচ্ছে বাংলাদেশে গনতান্ত্রিক
মানুষদের নিগ্রহ ও অত্যাচারের খেলা
বিশেষ করে নারীদের চলছে
ঘর বন্দী করা ও চরম অবহেলা।
বাঙালীদের চিরদিন ছিল
উন্নত মানসিকতা ও সুচিন্তিত চিন্তাধারা
আজ বাংলাদেশের গনতন্ত্র
ভূলুণ্ঠিত ও দিশেহারা।
বাক স্বাধীনতার জন্য
বাঙালীর রয়েছে অনেক
অনেক নজির
এখন বাঙালী সব হারিয়ে
হলো দীর্ণ ও স্হবির।
কোথায় সেই ভাষা
আন্দোলনের অদম্য ইতিহাস
নেই আর সেই ১৯৭১ সালের
মুক্তির স্বাধীনতার সুবাতাস।
বাংলাদেশের দিকে দিকে
বাক স্বাধীনতা হয়ে গিয়েছে
মূক ও বধির
সারা বিশ্ব দেখছে বর্তমানের
বাঙালীর ক্লীব ও দৈন্য দশা
তা করছে তাদের হতবাক ও
অস্হির ।
এই মধ্যযুগীয় বর্বরতা দেখে
কোথাও নেই তেমন কোন
জোরালো প্রতিবাদ
বীর বাঙালী জাতির বীরত্বে
পড়ছে চরম কুঠার আঘাত।
বাঙালীর এই দুর্দশা ও বিপদ
ভাবিনি দেখবে এমন করে
কোন দিন জগতবাসী
ধিক্ ক্লীব বাঙালী, ধিক্ মধ্যযুগীয় বর্বরতা!
এতোদিনে বাঙালীর সব বিজয় গাথা
নিমিষে হয়ে গেলো ভেনিস।।।
—–+#######+—–