ভাঙা খেলা…
প্রদীপ সরকার
—————
আলো জ্বেলে হৃদয়ে, চলে গেলে সেই যে, ফিরে তো আজও এলেনা আর।
যাবার বেলায় তুমি যে কথা মোরে দিয়েছিলে, সে কথা কি মনে নাই গো তোমার!
কত হাসি, কত গানে, ভরা ছিলো সেদিনের সে বিকাল।
আইলো না ফিরে আর সে মধুর দিবস আর কোনও কাল।
আজও আমি একা বসে রই সারাবেলা।
মিলিলো না হায় প্রিয়, কোনও সঙ্গী তোমার সম, হলোনা গো শুরু আর ভাঙা সে খেলা।
মনে পড়ে আজও প্রিয়, সেদিনের সেই খেলা লুকোচুরি।
কেন যে প্রিয়, তুমি লুকিয়ে আছো গো আজও, সাঙ্গ করিতে খেলা মিলিলো না জুড়ি।
কত সহস্র যুগান্তর, কেটে গেল পরস্পর, দেখা তো দিলেনা তুমি!
আর কতকাল প্রিয়, তোমার প্রতিক্ষায় রবো, কবেই বা আর তোমার দেখা পাবো গো আমি!!
—oooXXooo—