ছন্নছড়া
সুমান কুণ্ডু
—————–
১
বিদেশ চলল রামু আর দামু
ঠানদিদি কয়, ‘আমিও কি যামু?’
বোঁচকা বিশাল,
ঢাকা, বরিশাল
দাদু বলে হেসে, ‘কাঁচকলা পামু।’
২
কার্ত্তিক ছুটে গেল, এল অঘ্রাণ।
শীতের পরশে ফিরে পেল প্রাণ ।
জব্বর গরম
ভুলেছে শরম
গামলা উল্টে স্নান এক রত্তির।
—oooXXooo—