একই ধুলায়
রণজিৎ মন্ডল
তুমি না চাইলেও আমি
হারিয়ে যাবো,
কোথায়,কবে, কখন
জানতে পারবেনা যতক্ষণ
পাশে রবো।
ছল ছল করে ওঠে
দু-নয়ন, কবে কখন !
কৌতুহলী মন তুমি ও তোমরা
ভাবো!
হয় আজ, নয় কাল, হয়তো বা
আরো কিছুদিন রয়ে যাবো।
মায়া, মমতা , ভালোবাসায়
আচ্ছন্ন হবো,
হৃদয়ের মনি কোঠায় মনের
মানুষ হবো!
তোমাকে ই তো, মনের গোপন
ডেরায় ধরে রাখব,
চিরদিন তোমাকে! হারাবে
না আমাকে , হারাবো না তোমাকে,
পদ্ম ও ভ্রমর হয়ে দুজন দুজনাতেই
মিশে রবো।
কি নিদারুন এই ভালোবাসা,
প্রেম, বিরহ, মান, অভিমান,
দূঃখ, বেদনা, শোক, তাপ,
থাকবে কে, কাকে বিদায়
দেবো!
এই আমি, এই সৌন্দর্য, এই মন,
বন্দী হয়েছে যেথা,
তাকে কি পাবো খুঁজে যেদিন
আমাকে হারাবো!
যার সৌন্দর্যে ব্যাকুল, যার
নয়নের কালো জলে তুমি
আকুল!
হারিয়ে যাবে আজ না হয় কাল
এই ধরনির ধুলায়,
তোমারই চরণ তলে মিশে রবো!
তুমি চলবে, আমিও চলব
যতদিন তুমি রবে, মনে রাখবে,
ধূলি হয়ে মিশে রবো।
তারপর, একদিন এক হবো,
একই ধুলায় পাশাপাশি অনন্তকাল
রয়ে যাবো!
—oooXXooo—